বিশ্ব ব্যাংক এর অর্থায়ানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সারা দেশ ব্যাপী বাস্তবায়নধীন কৃষি মন্ত্রণালয়ের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আঞ্চলিক কর্মশালা ২০২০,১৯.১১.২০২০ ইং তারিখে অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব, দিলীপ কুমার অধিকারী এবং সভাপতিত্ব করেন ও কারিগরি সেশন পরিচালনা করেন কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্প এর প্রকল্প পরিচালক ড.মো.শাহ কামাল খান। কর্মশালায় স্বাগত বক্তব্য ও অঞ্চলের পক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন ডিএইএর সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক, মজুমদার মো.ইলিয়াস। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রকল্পটি অত্যন্ত গুরুত্বর্পূণ এবং যুগোপযোগী। বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য কৃষি আবহাওয়া সংক্রান্ত জরুরী বার্তা সংশ্লিষ্ট সকলের নিকট দ্রæত সময়ে পৌছানো প্রয়োজন। আর এই গুরুত্বর্পূণ দায়িত্ব সফলতার সাথে পালন করে যাচ্ছে এই প্রকল্প। কর্মশাালায় সিলেট অঞ্চলের আওতাধীন ৪টি জেলা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ও হবিগঞ্জ এর উপপরিচালকগন এবং জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগন,এটি আই এর কর্মকর্তাগন,বীজ প্রত্যয়ন এজেন্সেীর,আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাগন,কৃষি তথ্য সার্ভিস এর আঞ্চলিক বেতার কৃষি অফিসার, ও উপজেলা কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধানগণ যেমন,বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিএডিসি এর উপপরিচালক (বীজ বিপনন), বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন র্বোড এর প্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন ও কর্মশালায় উপস্থিত ছিলেন।